আলিফ নূর সাম্মী, উপজেলা প্রতিনিধি ( দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দরে করোনা পরবর্তী সময়ে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চিরিরবন্দরে নারী উদ্যোক্তাদের কর্মশালা





গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫ ঘটিকায় চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে এই কর্মশালার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনক হাসান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সফল নারী উদ্যোক্তা ও কর্মশালার প্রধান প্রশিক্ষক খনিয়া খান ববি ববি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভিন, চিরিরবন্দর থানা এস আই তাজুল ইসলাম, চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজের কলেজের, চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায় প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় ৬০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন কর্মশালা শেষে উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।